নগরীতে ডিবি’র হাতে ভারতীয় ২১৯ বস্তা চিনিসহ গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৯:০৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতীয় চোরাই চিনিতে সয়লাব সিলেটের বাজার। জেলার সীমান্তবর্তী চারটি উপজেলা দিয়ে এসব অবৈধ চিনি আসছে। এ নিয়ে শনিবার দৈনিক জালালাবাদে ‘বন্ধ হচ্ছে না চোরাচালান, আসছে চিনি-মাদক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সীমান্ত গলিয়ে কিভাবে চোরাকারবারি দেশে চিনি নিয়ে আসছে- সংবাদটিতে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এরপর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। চোরাকারবারিদের ধরতে মাঠে নামে পুলিশ ও ডিবি। অভিযান চালিয়ে ভারতীয় চিনির চালানসহ ৫ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পুলিশ পরিদর্শক (নি:) মো: নবীর হোসেন ও পুলিশ পরিদর্শক (নি:) মধুসুদন রায়ের যৌথ নেতৃত্বে নগরীর ক্বীন ব্রিজ এলাকার সুরমা নদীতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ইঞ্জিনচালিত নৌকা থেকে ২১৯ বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া চিনি বহনকারী ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। জব্দ হওয়া চিনির বাজার মূল্য ১৩ লাখ ১৪ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলোমান আহমদ (২৮) ও একই উপজেলার ডাকাতির কান্দি গ্রামের মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) এবং মৃত আব্দুল মন্নানের ছেলে মো: নুরুল আমিন (৩১)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।