চৌকিদিঘি ডিবি হতে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৯:১০:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ইয়াবা সহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজতে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জামাল আহমদ জামিল (৩০) সিলেট সদর উপজেলার সাহেব বাজার এলাকার মৃত সুনাফর আলীর ছেলে।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, শনিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌকিদেখী মসজিদ মাকের্ট এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল আহমদ জামিল গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।