৩০ পেরিয়ে ৩১-এ জালালাবাদ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ৮:৪৭:৩৭ অপরাহ্ন
দৈনিক জালালাবাদ আজ ৩০ বছর পূর্ণ করে ৩১-এ পা রাখছে। আল্লাহপাকের অপার করুণায় এবং অগনিত পাঠক-শুভানুধ্যায়ীর অজস্র ভালোবাসায় সিক্ত দৈনিক জালালাবাদ সগৌরবে স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে সিলেটবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ।
সৎ সাংবাদিকতা ও সত্য সংবাদ জানানোর অঙ্গীকার নিয়ে ১৯৯৩ সালের ১ আগস্ট যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। শত বাধা ডিঙ্গিয়ে, শত অপবাদ মাড়িয়ে দৈনিক জালালাবাদ তার অভিষ্ট লক্ষ্যে সদা অগ্রসরমান, এর গতি অপ্রতিরোধ্যই থাকবে।
সংবাদপত্রের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ সামনে চলে এসেছে। পাঠকের চাহিদাও বহুমুখী হয়ে গেছে। প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে প্রতিদিন। নতুন করে আমাদের শিখতে হচ্ছে। সংবাদ কীভাবে লিখতে হবে, শিরোনাম কেমন হলে পাঠক আগ্রহী হবেন; আরও কত কিছু ।
জালালাবাদ সবচেয়ে বেশি সচেষ্ট থাকে একটি ব্যাপারে। কোনো তথ্য পরিবেশনের আগে যাচাই-বাছাই করে নিয়ে এর সত্যতা বিষয়ে আগে নিশ্চিত হওয়া। সেখানেই আমাদের সাহস ও শক্তি। ফেক নিউজ বা মিথ্যা খবরের ভিড়ে এখন পাঠক চান প্রকৃত সত্য খবর। আরও চান বিশ্লেষণ আর আলোচনা। সে জন্য আমরা বলি, সময় এখন স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার।
আমরা জানি, সংবাদমাধ্যমকে তার ভূমিকা পালন করে যেতে হবে। সততার সঙ্গে যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করতে হবে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে। গণতন্ত্রের জন্য অপরিহার্য প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংবাদমাধ্যম হিসেবে আমাদের কর্তব্য পালন করে যেতে হবে। দৈনিক জালালাবাদ সংবাদের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতার নীতিতে শুরু থেকেই অবিচল ছিলো ।
এক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলের সংবাদ যথাযথ গুরুত্বের সাথে তুলে ধরার ক্ষেত্রে কার্পণ্য করেনি। জালালাবাদ এ নীতিতে অবিচল থাকবে ভবিষ্যতেও। আমরা সকলের ভাল কাজের মূল্যায়ন এবং গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী। একটি সমাজ তথা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এমন মানসিকতা সকলের থাকা প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি।
দৈনিক জালালাবাদ মানুষের কল্যাণে সাংবাদিকতার ব্রতে কাজ করে আসছে। রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি- গোষ্ঠি কারো অনায্য ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে সচেতন ছিলো, তথাপি মানবীয় দুর্বলতার কারণে কারো কোন ক্ষতি হলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আজ ৩১ বছরে পদার্পণের প্রাক্কালে আমরা তাদেরকে শ্রদ্ধাভরে ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা পত্রিকার সূচনালগ্নে সম্পৃক্ত ছিলেন। জীবিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। একইসাথে আমাদের ভূতপূর্ব ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিকসহ যারা পরপারে পাড়ি দিয়েছেন, তাদের মাগফেরাত কামনা করি। পরিশেষে ৩১ বছরে পদার্পণের এই সুন্দর সময়ে অগনিত পাঠক ও শুভানুধ্যায়ীর অব্যাহত সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। জালালাবাদ যেন বিস্তৃতির পথেই হাঁটে-এমন প্রত্যাশা রাখছি।