ছাতকে তীব্র গরমে নাকাল জনজীবন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ৫:০৬:৪৪ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে সাধারণ মানুষসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জনজীবন শ্রাবণ মাসের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপদাহে সাধারণ মানুষের পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল।
মঙ্গলবার সরেজমিন উপজেলার নোয়ারাই, বাতিরকান্দি, ছাতক বাজার, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার এলাকায় চোখে পড়ে প্রচন্ড তাপদাহে শিশুরা গরম থেকে বাঁচতে খালের পানিতে ঝাঁপাঝাঁপি করছে।
এদিকে, উপজেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোদের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং মানুষের জনজীবনে দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড রোদ আর গরমে সাধারণ হতদরিদ্র মানুষ জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হতে পারেনা। দুপুর হলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কমে যায়। প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তীব্র গরমের কারণে দিনমজুররা সহজে কাজে যেতে চায়না। পৌরশহরের জাকির হোসেন, শরিফুল ইসলাম, আম্বর আলী বলেন, তীব্র গরমে মাঠে কাজ করতে ইচ্ছে হচ্ছেনা। মনে হচ্ছে শরীরে আগুন লেগেছে। তাই গাছের ছায়ায় একটু শুয়ে পড়েছি। রিকশা চালক মিজান মিয়া বলেন, বেশি তাপের কারণে দুই-তিন ঘন্টা রিকশা চালিয়ে কোনো রকম পড়ে আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকে এলাহি বলেন, চলমান তাপদাহে কৃষকদের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী জানান, গরমের কারণে বেশিরভাগ শিশুরা ব্যাকটেরিয়াল ডায়রিয়া, নিউমোনিয়া, শরীরে অতিরিক্ত তাপমাত্রা, চেতনা হারানোসহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। তবে এই গরমে সকলকে তাপদাহ থেকে ছায়া এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।