ফালাহ উদ্দিন আলী আহমদ ও ফখর উস সালেহীন এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ৭:০৪:৩০ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ‘নমিনেটেড ডাইরেক্টর’ ক্যাটাগরিতে এবং পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান ‘কনটেস্টিং ডাইরেক্টর’ ক্যাটাগরিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাদেরকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ অভিনন্দন জানিয়েছেন। চেম্বার সভাপতি বলেন, একই সাথে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের ২ জন সদস্য এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়া সিলেটের ব্যবসায়ীদের জন্য গর্বের বিষয়। নবনির্বাচিত পরিচালকদ্বয় সিলেট তথা সমগ্র বাংলাদেশের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন এবং সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি