টুকেরবাজার ইউনিয়নে বাজেট বাস্তবায়নে আইডিয়ার সভা
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ৮:১৬:২১ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদে দি কার্টার সেন্টারের সহযোগিতায় এবং আইডিয়ার উদ্যোগে বাজেট বাস্তবায়নে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা এবং বাজেট বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই। এতে করে ইউনিয়ন পরিষদের সাথে জনগণের সম্পর্ক নিবিড় হয়। মানুষ ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে বেশি করে জানতে পারে।
আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী খালেদ ও সচিব অদিতি আচার্য। সভায় অংশগ্রহণকারীরা জানতে চান ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট কোন কোন খাতে ব্যায় হয়েছে এবং ২০২৩-২০২৪ সালের বাজেট কোন কোন খাতে ব্যায় করা হবে। অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান। বিজ্ঞপ্তি