আভিভা ফাইন্যান্স সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৭:৪৯:২৯ অপরাহ্ন
বৃক্ষ অক্সিজেন দান করে আমাদের প্রাণে বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা তথা জলবায়ুর বিরুপ প্রভাব রোধকল্পে বেশি করে গাছ লাগানো এবং প্রত্যেককে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা উচিত।
বুধবার সিলেট শহরস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণপূর্ব এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আভিভা ফাইন্যান্স সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব সুরমা এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভিভা ফাইন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মিফতাহুল হুসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, আভিভা ফাইন্যান্স লিঃ হেড অব মার্কেটিং রবিউল হাসান ও সিনিয়র অফিসার (এইচ আর) হাবিবুর রহমান, রোটারিয়ান আহমেদ হুসেন কায়েছ, আভিভা ফাইন্যান্স সিলেট ব্রাঞ্চ প্রধান মো: আসাদুজ্জামান, জুনিয়র অফিসার শাহরিয়ার হাসান, এসিস্ট্যান্ট অফিসার সাইদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শাহিন আহমেদ, এক্সিকিউটিভ অফিসার সজল চন্দ, প্রিতম প্রধান, অফিস সহকারী রুবেল হাওলাদার প্রমুখ। বিজ্ঞপ্তি