মৌলভীবাজারে স্বামীকে কোপালো স্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৬:০৬:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘স্টোনো টাইপিস্ট’ মৌসুমী তালুকদার (৩৪) নিজের স্বামীকে চাকু দিয়ে কুপিয়ে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার শহরের কাশিনাথ দীঘির পূর্বপাড়ের এম আর ভিলায়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় স্বামী নিপুলকে দুপুরের খাবার দিয়ে হঠাৎ চাকু হাতে নিয়ে তার ঘাড়ে উপর্যুপুরি কোপাতে থাকেন। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত নিপুলকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরই মধ্যে মৌসুমী দরজা বন্ধ করে নিজের গলায়ও চাকু দিয়ে আঘাত করেন। এতে তার গলার শ্বাসনালী কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয় পৌরসভা কাউন্সিলর পার্থ সারথী পালসহ স্থানীয় ও পুলিশের সহায়তায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহত মৌসুমী দাশ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রসুলপুর গ্রামের রনবীর তালুকদারের মেয়ে। আহত স্বামী প্রভাষক নিপুল দাশ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর এলাকার চিত্তরঞ্জন দাশের পুত্র।
মৌলভীবাজার পৌরসভা কাউন্সিলর পার্থ সারথী পাল শুক্রবার দুপুরে জানান, আহত মৌসুমীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) আবুল কালাম শুক্রবার দুপুরে বলেন, আহত দুজনকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।