কর আইনজীবী সমন্বয় পরিষদের কার্যকরী কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৬:৩২:৫৮ অপরাহ্ন
সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদ এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদ এর আহবায়ক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনায় বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম পাঠান এডভোকেট, বিধুভূষন ভট্রাচার্য, আশরাফুল ইসলাম, আনিসুজ্জামান, আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ, মকবুল হোসেন এডভোকেট, মোহাম্মদ শফিকুল ইসলাম এডভোকেট, বিভৎসু চক্রবর্তী বিভূ, মগনু মিয়া এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, আয়কর আইনজীবী বদরুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি