দাঙ্গা শঙ্কায় হরিয়ানায় হয়নি জুমা!
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৭:৫১:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের হরিয়ানার গুরুগ্রামের মসজিদ ও উন্মুক্তস্থানে শুক্রবার জুমার নামাজ পড়তে পারলেন না মুসল্লিরা। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা থেকে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ বিভাগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। এতে এখন পর্যন্ত ৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। যারমধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুইজন সদস্য রয়েছেন।
নূহ বিভাগের সেই দাঙ্গা গুরুগ্রামসহ হরিয়ানার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারও দাঙ্গা অব্যাহত ছিল।
সোমবার মনু মানেশর নামে এক কথিত উগ্রবাদী গোরক্ষক নূহতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মিছিল করার আহ্বান জানান। হিন্দুরা এ মিছিল শুরু করলে মুসলিমরা এতে বাধা দেন। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এরপর এদিন রাতে হিন্দুরা মুসলিমদের ওপর হামলা চালানো শুরু করে। তারা মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ও দোকানপাটে ভাঙচুর অগ্নিসংযোগ করে।
এরপর রাতের বেলা হিন্দুদের হামলায় মসজিদের এক তরুণ ইমাম নিহত হন। তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। হরিয়ানার এ দাঙ্গা যেন রাজধানী দিল্লিতে না পৌঁছায় সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।