কোম্পানীগঞ্জে ছালেখা হত্যাকান্ডে ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৮:১৮:৫৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের ছালেখা বেগম হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ২ জনকে আটক করেছে পুলিশ।
তারা হলো, বালুচার গ্রামের রাকিব আলীর ছেলে এমরান আহমদ (২০) ও মতলব উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৩)। বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন নিহতের মেয়ে তাসলিমা বেগম। এর আগে বৃহস্পতিবার রাতে বালুচর গ্রামে নিজ ঘরে হত্যাকান্ডের শিকার হন ছালেখা বেগম। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, নিহত ছালেখা বেগমের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১ জন পলাতক আছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।