রিপন দেব’র চিকিৎসায় :ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা এর আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৮:২২:৫৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-২ (ওসমানীনগর-বিশ^নাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, মানুষ মানুষের জন্য কাজ করা উচিৎ। মানুষের দু:সময়ে যারা এগিয়ে আসেন, তারাই প্রকৃত মানুষ। অসুস্থ রিপন কান্তি দেব’র চিকিৎসায় আজ যারা উদার হস্তে এগিয়ে আসছেন, তারাই প্রকৃত মানুষের জন্য কাজ করছেন।
তিনি শুক্রবার বিকালে উপজেলার ভোদরপুরস্থ রিপন কান্তি দেব এর বাড়িতে তার দু’টি কিডনির চিকিৎসা সহায়তার জন্য ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর পক্ষ থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও এসোসিয়েশনের বাংলাদেশ সমন্বয়কারী মোহাম্মদ আরশ আলী। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা পিনাক পানি ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য ভাস্কর দত্ত, সমাজসেবক জুবায়ের আহমদ মজনু, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সুয়েব খান ও বিলাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন রিপন এর চিকিৎসার জন্য তার ব্যক্তিগত পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক প্রদান করেন।
উল্লেখ্য সম্প্রতি সমাজকর্মী রিপন কান্তি দেব এর দু’টি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৭০ লক্ষ টাকা। পরিবার ও সমাজের বিত্তবানদের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে বলে জানান রিপন দেব। বাকি ৩০ লক্ষ টাকার ব্যবস্থা হলে তার চিকিৎসা সম্পন্ন করা যাবে। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।