৯ দফা বাস্তবায়নের দাবীতে জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৬:৪৩:৩৮ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের প্রাণের দাবী স্মার্ট জকিগঞ্জ-কানাইঘাট গড়তে ৯ দফা দাবী বাস্তবায়নের গতকাল শনিবার জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন ফোরাম। সংগঠনের আহবায়ক আইনজীবি এম.এ সালেহ আহমদ চৌধুরী ৯ দফা দাবিতে লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট কবির আহমদ, সদস্য জামাল মিয়া, বিষ্ণু রবিদাস, মোজম্মেল হোসেন বাদশা, আকাশ দাস, মাহফুজ চৌধুরী, আলা উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক রহমত আলী হেলাল, এনামুল হক মুন্না, মোর্শেদ আহমদ লস্কর, কে.এম মামুন, আল হাসিব তাপাদার, জাহাঙ্গির আলম, অমর আহমদ প্রমূখ। নেতৃবৃন্দ জকিগঞ্জে ইকোনমিক জোন, কানাইঘাটের লোভাছড়ায় পাথর কোয়ারি চালু ও পর্যটন এরিয়া ঘোষনা, জকিগঞ্জ টু ভারতের করিমগঞ্জ মৈত্রী সেতু, জকিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে জকিগঞ্জবাসীকে গ্যাস প্রদান, জকিগঞ্জ-কানাইঘাটের সকল সড়কে বিআরটিসি বাস চালু, জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু, জকিগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নয়ন ও রেল লাইন স্থাপন, কৃষিখাতে ব্যাপক বরাদ্ধসহ সকল কৃষকদের প্রশিক্ষণের দাবী জানান।