কুলাউড়ায় গাছ চোর শাহেল গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৭:১৯:২২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া থানার অভিযানে রাবার ও গাছ চোর চক্রের সক্রিয় সদস্য এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বরমচাল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহেল উপজেলার রাউৎগাঁও গ্রামের মৃত সুরুজ খানের ছেলে। পুলিশ জানায়, শাহেল খান ১টি মামলায় ১ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- এবং অপর মামলায় ২ বছরের সশ্রম কারাদ-সহ ১০ হাজার টাকা অর্থদ-াদেশপ্রাপ্ত পলাতক আসামি। সে এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, শাহেলকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।