দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৭:৩২:২৬ অপরাহ্ন
দোয়ারা প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি হোসেন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের নিজদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাহদি হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মুজাহিদ মিয়ার ছেলে।
পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকাল অনুমান ৫টার দিকে নিজ বসতবাড়ীতে খেলাধুলা করতে করতে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায়। নিহত মাহদি হোসেনের আপন চাচা মোঃ হাসান মিয়া তার ভাতিজা মাহদিকে পুকুরের পানিতে ভাসতে দেখে পানি থেকে তুলে এবং চিৎকার শুরু করে, অতঃপর তাকে বাংলাবাজার পল্লী চিকিৎসক শাহজাহান মিয়ার নিকট নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে। অতঃপর শিশুর আপনজন মৃত শিশুটিকে তার নিজ বাড়িতে নিয়ে আসে।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।