শাবি’র ময়লার বিন থেকে তৈরি হবে ‘জৈব সার’
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৭:৫০:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার সামনে ও ক্যাম্পাসের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ৫০টি নতুুন বিন বসানো হচ্ছে। এসব বিন থেকে ময়লা সংগ্রহ করে তৈরি করা হবে জৈব সার। এসব সার ক্যাম্পাসের বৃক্ষের বেড়ে ওঠা ও পুষ্টির ঘাটতি পূরণে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন এ তথ্য জানিয়েছেন।
উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্রজেক্টের আওতায় এসব কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৫০টি বিন স্থাপনের কাজ চলছে। নতুন-পুরাতনসহ সবগুলো বিন থেকে রাসায়নিক পদার্থ, শাকসবজি-ফলমূলের খোসাসহ তিন ধরণের ময়লা সংগ্রহ করে মেশিনে প্রক্রিয়াজাত করে জৈব সারে রূপান্তরিত করা হবে। এছাড়া অন্যান্য ময়লা রিসাইকেল করা হবে।