ভুয়া ডাক্তারের কান ধরে ওঠবস
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৭:৫২:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : কোনভাবেই নিজেকে আর রক্ষা করতে পারলেন না ভুয়া চিকিৎসক মোর্শেদ আলম। কথিত ডিগ্রী আর সনদের সব কাগজপত্র জাল মর্মে ধরা পড়ার পর কান ধরে ওঠবস করে রেহাই পান তিনি। শনিবার সকাল থেকে তার কান ধরে ওসবসের এমন ছবি ভাইরাল হলে নড়েচড়ে বসেন বিয়ানীবাজারবাসী। এ সময় তারা পৌরশহরসহ উপজেলার আরো অন্যান্য এলাকায় যেসব ভূয়া চিকিৎসক রয়েছেন তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবী তুলেন।
জানা যায়, মোর্শেদ আলম নামের ওই ভ‚য়া চিকিৎসক বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার (অ-২১২৪৯) লিখে গত কয়েকবছর থেকে বিভিন্ন জায়গায় রোগী দেখছেন। তিনি চাঁদপুর জেলার নাগরপুর গ্রামের জোনাব আলীর ছেলে। চিকিৎসার নামে প্রতারণা করাই তার পেশা।
ভূয়া চিকিৎসক মোর্শেদ গাইবান্ধা জেলার সদর হাসপাতাল রোডে ৬-৭ বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেন। সেখানে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সেখানেও তার ভুয়া সার্টিফিকেটের বিষয়টি ধরা পড়লে কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেন। পরবর্তীতে তিনি জকিগঞ্জ উপজেলার ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
সর্বশেষ মোর্শেদ আলম চারখাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের জন্য আবেদন করলে নিয়োগ পান তিনি। কিন্তু তার আচরণ সন্দেহজনক হলে কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করেন। তখন তার প্রতারণার বিষয়টি আবার ধরা পড়ে। চারখাইয়ের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোর্শেদ আলম কান ধরে ওঠবস করার পাশাপাশি ভবিষ্যতে এরকম অপকর্ম আর করবেনা বলে ছাড়া পায়।