শেখ কামাল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে প্রথম সারির সংগঠক : হাবিবুর রহমান হাবিব
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৮:০৫:১৭ অপরাহ্ন
সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, তারুণ্যের দীপ্ত প্রতীক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচন্ড উৎসাহ ছিল তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির জনকের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের বর্বরোজিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল শনিবার দুপুরে চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক পংকী মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সদস্য আলহাজ্ব মঈনুল ইসলাম, কয়ছর আহমদ, আমিরুল ইসলাম ওয়েছ, মহানগর আওয়ামীলীগ নেতা মুকির হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, যুবলীগ নেতা লোকমান আহমদ, জেলা যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, নাজিম উদ্দিন রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা তাতীলীগের সভাপতি রুহুল ইসলাম, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন আহমদ, সাদিক আহমদ, উজ্জল তলুকদার, আমান আহমদ চৌধুরী, জাকির হোসেন, ময়নুল ইসলাম, জুমায়েল আবেদিন, ছাত্রলীগ নেতা জামিল আহমদ পাবেল, আব্দুর রহমান, দুলাল আহমদ, সুরমান আহমদ, আবু মুসা তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি