বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৮:৩৫:৪৬ অপরাহ্ন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ আয়োজিত র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি মূল সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুল মতিন ।ডা: সুমাইয়া বেগমের পরিচালনায় ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: রাশেদুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েস আহমদ চৌধুরী,সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: ফজলুর রহীম কায়সার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রি: জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা: অচিরা ভট্রাচার্য ,সহকারি অধ্যাপক ডা: রুহুল আমিন, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা: নিজাম আহমদ চৌধুরী,ডা: মনজুর আহসান প্রমুখ ।