দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৯:৪৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায়ও একইরকম ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সিলেটে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের ১২ ঘন্টায় অর্থ্যাৎ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল পর্যন্ত সিলেটের ৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেটে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৫ ডিগ্রী ও সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।এদিকে, শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।