জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৯:৫১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচির মাধ্যমে সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালে ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সরকারি বিভিন্ন দফতর, মুক্তিযোদ্ধা সংসদ এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এরপর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।
এছাড়াও সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বাদ মাগরিব জেলা ক্রীড়া ভবন মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।