আজমিরীগঞ্জে দুইজনের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৬:১১:৫৯ অপরাহ্ন
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সজিব মিয়া (১৫) এবং রুহেল মিয়া (২৪) নামে দুইজন আত্মহত্যা করেছেন।
শনিবার রাত দশটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুরে সজিব মিয়া এবং রোববার সকাল সাড়ে দশটায় জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে রুহেল মিয়া আত্মহত্যা করেন। সজিব মিয়া রসুলপুর গ্রামের শাহাবুদ্দিন মিয়ার পুত্র এবং রুহেল মিয়া দক্ষিণ আটপাড়া গ্রামের সাইজুল মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে মাছ ধরতে না যাওয়ায় সজিবের বাবা মা সজিবকে গালমন্দ করেন। এতে অভিমানে কিশোর সজিব মিয়া রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজিব মিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে রোববার সকালে জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়ায় সকাল আনুমানিক সাড়ে দশটায় নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুহেল মিয়া। কিছুক্ষণ পর রুহেল মিয়ার মা এবং বোন তাকে ডাকতে তার রুমের দরজা খুলে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা প্রথমে জলসুখা বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।