সুবিধাবঞ্চিতদের জামায়াতের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৬:৩০:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন সুখী, সুন্দর, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করছে জামায়াত। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক। তিনি বলেন, পর্যাপ্ত সাপোর্ট পেলে প্রান্তিক জনগোষ্ঠীও নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে। তাই সামর্থ্যবান ব্যক্তি বা সংগঠনের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
হাফেজ আনওয়ার হোসাইন খান শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে সভাপতির বক্তব্য রাখছিলেন।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, এনইউ খান, মাওলানা কাজী জালাল উদ্দিন, ডা: জাকারিয়া, সাঈদুর রহমান, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, জকিগঞ্জ উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, কানাইঘাট পৌরশাখা আমীর আবু খাদিজা, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলাম, আবু সুমাইয়া, হাফেজ তাজ উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি