পূজা উদযাপন পরিষদ মহানগরের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৬:৩৮:১৯ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার সন্ধ্যা ৭টায় তালতলাস্থ হোটেল গুলশানের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশ এর পরিচালনায় সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন সুবিনয় আচার্য। সভায় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদ ও সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত সকল প্রয়াত নেতৃবৃন্দের সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
বক্তব্য রাখেন মহানগর শাখার সহসভাপতি মলয় পুরকায়স্থ, সুদীপ পুরকায়স্থ, শ্যামল কান্তি ধর, নির্মল কুমার সিনহা, প্রদীপ কুমার দেব, মদন মোহন কর্মকার, সাবেক সভাপতি সুব্রত দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, কাউন্সিলর বিক্রম কর সম্রাট।
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ কান্তি দত্ত মান্না, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক হারাধন দে প্রভাস, প্রচার সম্পাদক পরিতোষ কান্তি কর পিনাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিনয় ভুষন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত, সমাজকল্যাণ সম্পাদক টিপু দত্ত পুরকায়স্থ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুদীপ বৈদ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক ধনেন দের, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়শ্রী দাশ জয়া, পূজা সম্পাদক অমর চন্দ্র দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি