সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আতিকুজ্জামান
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৮:১৭:৩৪ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান দায়িত্ব গ্রহণ করেছেন।রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক স্মারকে তাকে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
ড. আতিকুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ভেটেরিনারি মেডিসিনে স্নাতক সম্পন্ন করে ২০০৩ সালে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজে (বর্তমানে সিকৃবি) প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। কলেজটি বিশ্ববিদ্যালয় হলে তিনি সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগে যুক্ত হন। এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর এবং সুইডেনের লিঙ্কোপিং ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৯ম ছাত্র পরামর্শ পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান, পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি, ওয়ান বাংলাদেশের সদস্য ও সায়িন্টিফিক রিপোর্টস এর ইডিটোরিয়াল সদস্য হিসেবে কাজ করেছেন।
এছাড়াও তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৪তম সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞার স্থলাভিষিক্ত হন।
ড. মোহাম্মদ আতিকুজ্জামান নতুন এই দায়িত্ব পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।