হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নুনু মিয়া
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৮:২৯:২৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন লাখাই থানার মোহাম্মদ নুনু মিয়া। রোববার হবিগঞ্জ জেলা পুলিশের কল্যান সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ হবিগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এ পুরস্কারে ভূষিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নুনু মিয়া বলেন, আমার এই সফলতা সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমার এই সফলতা। তিনি আরো বলেন, আমি আমার অবস্থান থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থেকে কাজ করে যাব।