জৈন্তায় ভারতীয় চিনিসহ ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৮:৫৮:২৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার মসজিদ সংলগ্ন এলাকা হতে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ড্রাম্প ট্রাক আটক করে। এসময় চোরাচালান চক্রের সদস্যরা পুলিশের চেক পোষ্ট দেখে ড্রাম্প ট্রাকটি রাস্তায় দাঁড় করিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, চোরাচালান বন্ধে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় ১২০ বস্তা চিনিসহ গাড়ীটি ধরা পড়েছে।