বিয়ানীবাজারে গৃহবধূ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৯:০০:০৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে গৃহবধূ ফাহমিদাকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে বিচারের দাবীতে এবার মানববন্ধন করেছেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন ফাহমিদার সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনের খবর পেয়ে ছুটে আসেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমসহ বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল। তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষন করে বলেন, প্রাথমিক সুরতহালে ফাহমিদা আত্মহত্যা করেছেন বলে প্রতীয়মান হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে ফাহমিদার মৃত্যুর প্রকৃত কারণ। তবে তাৎক্ষণিক ফাহমিদাকে আত্মহত্যার প্ররোচনার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রেম করে ৩ বছর আগে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খসিরবন্দ-কইরবন্দ এলাকার আবিদুরকে বিয়ে করেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদা। বিয়ের ৩ বছর পর গত ১২ জুলাই তার মরদেহ ঝুলন্ত অবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার স্বামীকে আটক করে পুলিশ।