কোম্পানীগঞ্জে মাধ্যমিক শিক্ষক পরিষদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৯:০৫:২০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আমির উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের আয়োজনে শনিবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে গত ২০ জুলাই এক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হন। এই দুর্ঘটনায় কাজী আমির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক ও ইসলামপুর পূর্ব ইউনিয়নের নিকাহ রেজিস্টার ছিলেন।
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল হামিদ।
সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মিজানেরর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম আজাদ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উপদেষ্টা গোলাম মোস্তফা, পাড়ুয়া আনোয়ারা স্কুল ও কলেজের অধ্যক্ষ ফয়জুল করিম, দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাহের আলী, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান, পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া আনোয়ারা স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক ফখরুল ইসলাম মাসরূর, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সিনিয়র সহ সভাপতি আবুল বশর, সহ সভাপতি আমিনুল হক, আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মুহাম্মদ ছদরুদ্দীন, যুগ্ম গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা শাখার সভাপতি রিপন আহমেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, সহকারী শিক্ষক হোসাইন আহমদ, সোহরাব হোসেন, আবু মুছা, হাফিজুর রহমান, মুরাদ হোসেন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন শামীম।