এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল ২৮ আগস্ট
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৯:৫১:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : এবারের এসএসসি সমমানের খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আগামী ২৮ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। রোববার দুপুরে ঢাকা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।
এ ব্যাপারে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বলেন, পরীক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আমরা শীঘ্রই খাতা পুনঃনিরীক্ষার কার্যক্রম শিগগিরই শুরু করছি। যারা আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্খিত ফল পেয়েছেন। প্রতিবছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।