এম.এ খানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৬:৩৯:৩৫ অপরাহ্ন
নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. আশিক উদ্দিন আশুক, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, মুফতী নেহাল, মাহবুবুল হক চৌধুরী, এড. আল আসলাম মুমিন, রহিম মল্লিক, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, শাহীন আলম জয়, এড. ওবায়দুর রহমান ফাহমী, রফিকুল ইসলাম রফিক, রহিম আলী রাশু, আবুল মুনতাসীর সাব্বিহ, ফরহাদ আহমদ, মরহুম মাহবুব আলী খাঁনে ভাতিজা বাবর আলী খাঁন প্রমুখ। বিজ্ঞপ্তি