নতুন ভবনে ইসলামী ব্যাংক কানাইঘাট শাখা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৭:৪৪:০৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: ইসলামী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখা নতুন ভবনের স্থানান্তর উপলক্ষে শাখা কার্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় কানাইঘাট উত্তর বাজারস্থ আন-নুর টাওয়ারের ৩য় তলায় স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়।ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক কায়সার আহমদের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আন-নুর টাওয়ারের ডাইরেক্টর ও চিকিৎসক ডাঃ মোফাজ্জিল হোসাইন, সাবেক সিভিল সার্জন ডাঃ নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর মাও. ফখরুল ইসলাম, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, ব্যবসায়ী আবুজর জামাল উদ্দিন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কানাইঘাট শাখার ম্যানেজার অপারেশন মোহাম্মদ আব্দুল্লাহ, পবিত্র কোরআন থেকে পাঠ করেন শাখার সিনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ আব্দুল শাকুর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।