কুয়েতে সিলেট নবজাগরন স্পোটিং ক্লাবের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৮:০০:৫০ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: কুয়েতে সিলেট নবজাগরন স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির এক অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মো তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা, কুয়েত কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত পৃষ্ঠপোষক আব্দুল্লাহ হাই মামুন, জালালাবাদ এসোসিয়েনের উপদেষ্টা আব্দুল আলিম, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব কামরুজ্জামান টিটো, কমিউনিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ বেলাল হোসেন, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন ও সংগঠক সুরুক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখলাকুল আম্বিয়া বাহার, মীর শাহীন, দিদারুল ইসলাম, বেলাল আহমদ, মাসুদ রানা, নাসির উদ্দিন, জাহিদুল আহমেদ, মাসুদ রানা, রাসেল আহমদ, ফয়সাল আহমেদ, ফারুক আহমদ, হাছান অমি, সবুজ আহমদ, শাহেদ মাসুদ রানা, রাশেদ আহমেদ, মাসুদ, সাহেল, রহমান, আব্দুল আহাদ, নসির নূর, মুহিব’উল্লা, জাহিদুল, আব্দুর রহমান, রাসেদ, জনি আহমদ, আহাদ উদ্দিন, বাছিত আহমদ, মুকিত খা, সাইদুর রহমান, মাহমুদুল হাসান, সাহেল আহমদ, রুজেল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জার্সি উন্মোচন করা হয়।