কোম্পানীগঞ্জে আবারও ৭২ বস্তা চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৮:৫৯:২১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৌবাজারে জামাল মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে ৭২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম জামাল মিয়ার গোডাউনে অভিযান চালান। এ সময় গোডাউন থেকে চিনি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জামাল মিয়ার গোডাউনে পুলিশ ও ডিবি কয়েকবার অভিযান চালায়। ডিবি অভিযান চালিয়ে এ বছরের শুরুতে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশ জামাল মিয়াসহ ৩ জনের নামে মামলা দায়ের করে। মামলা দেওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। প্রতিদিন ৩শ থেকে ৫শ বস্তা ভারতীয় চিনি তিনি অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসতেন। কোম্পানীগঞ্জসহ পুরো সিলেট শহরে রয়েছে তার এই পাচার সাম্রাজ্য। চিনি পাচারের সুবিধার্থে জামাল মিয়া সিলেট শহরের আম্বরখানায় একটি গোডাউনও ভাড়া নিয়েছেন। সেখান থেকেই তিনি সাপ্লাই দেন বিভিন্ন জায়গায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জামাল মিয়ার গোডাউন থেকে চিনি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জামাল মিয়াসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।