নগরে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৯:৩৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর মইয়ারচর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আল আমিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক এসএমপির জালালাবাদ থানার সাদিপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
রোববার দিবাগত রাতে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মইয়ারচর এলাকার এস.আর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে আটক আল আমিন ও তার পলাতক সহযোগী নিজাম উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে আটককৃততে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি সাইফুল আলম।