মৌলভীবাজারে ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৬:০০:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকাস্থ আলোচনা সভা বিটিভি থেকে সরাসরি প্রত্যক্ষ করেন আমন্ত্রিত অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর-রাজনগর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোসাঃ শাহীনা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ, সদর উপজেলা ইউএনও মোঃ শরীফ উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনুর রশীদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ৭টি উপজেলায় ৯০ জন ছেলেমেয়েকে সেলাই মেশিন ও ৭৫ জন ছেলেমেয়েকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়।