সুনামগঞ্জে নাগরিক প্রত্যাশা শীর্ষক সভা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৬:০৭:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: উন্নয়নসহ সবার জন্য একটি নাগরিকবান্ধব সুনামগঞ্জ জেলার লক্ষ্য নিয়ে নানা শ্রেণি পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে ‘নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে ইউএসএআইডি’র সহায়তায় স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এ নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে।
আলোচনায় জেলার উন্নয়ন ও বসবাসযোগ্য করতে নাগরিকদের উপস্থাপিত প্রত্যাশার ৬টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। সেগুলো হলো, নগরীর নিরাপত্তা বাড়ানো, নারী ও শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী টেকসই অবকাঠামো নির্মাণসহ নগর পরিচালনায় দায়বদ্ধতা নিশ্চিত করা।এ সময় বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফোরামের কো-অর্ডিনেটর মোঃ নাঈমুর রহমান ও মাহতাব উদ্দিন চৌধুরী, ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আবু নাসের, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক ও সেলিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মি, সৈয়দা ফারহানা ইমা প্রমুখ।