বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে মহানগর আ.লীগের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৬:৪৩:৩৬ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর সকল দুর্যোগে বঙ্গমাতা সাহসী ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মওলানা হোসাইন আহমদ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। ৭ আগস্ট গুলশান গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিমসহ মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, আব্দুস সালাম সাহেদ, মোঃ ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, মোঃ বদরুল ইসলাম বদরু, রুমেল আহমদ রুমিন, মইনুল ইসলাম মঈন, আনোয়ার হোসেন আনার সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি