এম এ খানের মৃত্যুবার্ষিকীতে ব্যারিস্টার আদনানের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৭:১৫:০৭ অপরাহ্ন
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হকের মাগফেরাত কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল হক সোহেল, সাবেক সহ সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মদরিছ আলী, মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি ইউনুস মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদের সভাপতি এম জহুরুল ইসলাম মখর, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন, ফয়সাল আহমেদ, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুস শহিদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রফেসর কামরুজ্জামান সেবুল, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা কামিল আহমেদ, খয়ের উদ্দিন, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আল মাহমুদ খান, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানী, মহানগর ছাত্রদলের সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক নয়ন পাশা, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান আহমদ, মহানগর ছাত্রদল নেতা রেজয়ান আহমদ, বিল্ডিং ঠিকাদার সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সুমন আহমদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মনসুর আলী, জুয়েল আহমেদ, জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কৃষকদল নেতা আমিনুর রহমান আলম, এম শাহিন আহমেদ, ইমরান খান ও ফয়েজ আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি