স্কলার্সহোম মেজরটিলা কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৭:৫৫:২৫ অপরাহ্ন
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, তোমাদের ত্যাগের ফল আজকে তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে। যারা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত।তিনি মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে এসএসসি ২০২৩ সালের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর প্রভাষক রাজন সরকার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সৈয়দ সুফিয়ান মর্তুজা, বাংলা ভার্সনের শিক্ষার্থী তুলি ব্যাপারী ও মো. নাকিব মোস্তফা।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণিশিক্ষক জাকারিয়া আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও শ্রেণি শিক্ষকবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি