জগন্নাথপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৮:০৪:০৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত সুশংকর পাল, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা ঝরনা বেগম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর, উপজেলা মহিলা অধিদপ্তরের উনু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ, সমাজসেবক শেখ চমক আলী, সমাজকর্মী শায়েক আহমদ, আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।