সাজেকে আটকা দেড় শতাধিক পর্যটক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৮:০৯:৪১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর এতে সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক।
মঙ্গলবার পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। তিনি বলেন, ‘পর্যটকেরা নিরাপদেই রয়েছেন। তবে সড়কযোগাযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যাবে।’
এ ছাড়া মারিশ্যা-দিঘীনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড়ধসে উপজেলা সদরের সঙ্গেও যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের একটি উদ্ধারকারী দল ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের একটি দল।