হাজার কোটি বিনিয়োগে হাসপাতাল করবে ভারতীয় কোম্পানী
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৮:১২:৫৬ অপরাহ্ন
পছন্দে আছে সিলেটও
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগে হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ডিসান গ্রুপ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা অথবা সিলেট- এই চার বিভাগের যেকোনো এক জায়গায় এই হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকেও সাড়া পাওয়ার কথা জানিয়েছেন ডিসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সজল দত্ত। মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
সজল দত্ত বলেন, আমরা সম্প্রতি ভারতের কলকাতায় ৭৫০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল চালু করেছি। বাংলাদেশেও আমাদের সেবা চালু করতে চাই। এ লক্ষ্যে আমরা এক হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করেছি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।
পরিকল্পনার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। আমরা সরকারি নিয়ম ও লোন বিষয়ক কিছু বিষয়ে অনুসন্ধান করছি। এরপর স্থান নির্ধারণ করবো। বাংলাদেশে আমরা হাসপাতালের জন্য চারটি স্পটের কোনো একটিকে ঠিক করতে চাচ্ছি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার যেকোনো একটা স্পটে আমরা হাসপাতালটি করবো।
চিকিৎসক ও সেবার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমরা ক্যানসার, হৃদরোগ, নিউরোলজির মতো জটিল রোগের চিকিৎসাকে অধিক গুরুত্ব দেব। কেননা এই রোগগুলোর জন্য মানুষ অধিক বাংলাদেশের বাইরে যাচ্ছে। ভারত থেকে কিছু চিকিৎসক আসবে। পাশাপাশি এখানকার কোয়ালিফাইড চিকিৎসক রয়েছে। এখানের অনেক চিকিৎসকও দেশের বাইরে রয়েছে। যদি তারা সুইটেবল কাজ করার সুযোগ পায়, তাহলে তারা আবারও দেশে ফিরে আসবে। অর্থাৎ কাজের পরিবেশ পেলে তারা ফিরবেন। আমরা সকলকে নিয়েই কাজ করবো।
সজল দত্ত বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ নার্সিং ও টেকনেশিয়ান সাপোর্ট। একসময় একজন চিকিৎসক ও নার্স অপারেশন সম্পন্ন করতে পারতেন। এখন অনেক আধুনিক প্রযুক্তি হয়েছে। যা পরিচালনার জন্য দক্ষ টেকনেশিয়ান ও বিষয়ভিত্তিক নার্স প্রয়োজন। আমরা সেটি নিশ্চিত করতে কাজ করবো।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিসান গ্রুপের এমডি বলেন, বাংলাদেশ সরকার তার মতো চেষ্টা করছে। তবে এখানে প্রাইভেট ইনভেস্টমেন্টটা কম। এখানে আরও কাজ করার সুযোগ রয়েছে।
ভারতের কলকাতায় চিকিৎসা সেবা নেওয়া প্রায় ২০ শতাংশ রোগীই বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, কলকাতায় ১৫ থেকে ২০ শতাংশ বাংলাদেশি রোগী ভর্তি থাকে। দক্ষিণে (চেন্নাই) ৩ থেকে ৪ শতাংশ রোগী থাকে বাংলাদেশি। অর্থনৈতিক বা চিকিৎসায় সুবিধা পাওয়ায় বাংলাদেশিরা ভারতে যাচ্ছেন। বাংলাদেশে খরচ বা প্যাকেজের বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। ফলে তুলনা করাটা আমার জন্য কঠিন।