ধলাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১০:০০:৪৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ভারতীয় এক নাগরিকের ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফিলটন থাম (৩০)। সে ভারতের ইস্ট খাসি হিলস এর পেয়ারনাই গ্রামের বিধুরা থাম এর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের পুলিশ ও উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পুর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানানা, উদ্ধার হওয়া লাশটি ভারতীয় নাগরিক। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ ২ দেশের পুলিশ ও বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতে হস্তান্তর করা হয়েছে।