কোম্পানীগঞ্জে ১০৩ বস্তা ভারতীয় চিনি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১০:০২:৩৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ১০৩ বস্তা ভারতীয় চিনিসহ একটি নৌকা আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় উত্তর রণিখাই ইউনিয়নের দুলাইন বিলের পশ্চিম পাড় থেকে এই নৌকাসহ চিনি আটক করেন এস আই জনার্দন তালুকদারসহ সঙ্গীয় ফোর্স।কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, ১০৩ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।