জুড়ীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৭:০২:৫৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৩৫৯) এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার শ্রমিকদের আত্মসাতকৃত টাকা ফেরৎ দেয়া, দুর্নীতির দায়ে বহিস্কৃত সাবেক সভাপতি মতিউর রহমান চুনুকে গ্রেফতার করার দাবীতে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্রের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জুড়ী বিজিবি ক্যাম্প চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাস লাইটেস পিকআপভ্যান শ্রমিক ইউনিয়ন জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন জুড়ী উপজেলা শাখার সভাপতি তজমুল আলী তজই, বাস মিনিবাস পিকআপ শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার নেতা আব্দুস সহিদ ও অন্যান্য শ্রমিকবৃন্দ।