মৌলভীবাজারে ৬৪৩টি গৃহ প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৭:০৫:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রম সারাদেশের সাথে মৌলভীবাজারে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বেলা ৯ থেকে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর আলোচনা প্রত্যক্ষ করেন মৌলভীবাজারের অতিথি ও সুবিধাভোগীরা।
জেলা জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল আলী, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র তত্ত্বাবধায়ক ডাঃ বর্ণালী দাশ, সদর উপজেলা ইউএনও মোঃ শরীফ উদ্দিন, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ আব্দুল কালাম, ইউপি চেয়ারম্যান আপ্পান আলী, আবু সুফিয়ান প্রমুখ।
জানা যায়, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১শ ১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় ২ হাজার ২শ ৮৭টি গৃহ প্রদান করা হবে। মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলা ছাড়া চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪৩টি গৃহ প্রদান করা হয়। এসব গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি গৃহ প্রদান করা হচ্ছে।