ডেঙ্গু প্রতিরোধে এডাবের সচেতনতামূলক বার্তা প্রচার
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৮:২৮:২৭ অপরাহ্ন
দেশব্যাপী ডেঙ্গুর প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এনজিওদের মূখপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব সিলেট জেলা জেলা শাখার পক্ষ থেকে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জনবহুল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা মাইকিং এর মাধ্যমে প্রচারের উদ্বোধন করা হয়েছে।
এডাব কার্য নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলার সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইকিং প্রচারের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট আফতাব চৌধুরী। এসময় এডাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার জানান, সারা দেশেই প্রত্যেক জেলা ও ডেঙ্গুপ্রবণ উপজেলায় এডাব এর মাইক প্রচার কার্যক্রম চলছে। প্রধান অতিথি ও এডাব সিলেট জেলা সভাপতি আশা প্রকাশ করেন, এডাব এর মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলিও এ ধরনের কার্যক্রম চালাবে এবং অচিরেই দেশ ডেঙ্গু থেকে মুক্ত হবে। বিজ্ঞপ্তি