আইনজীবী সমিতির ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৮:৩২:০৬ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ বলেছেন, খেলাধুলার মাধ্যমে শৃংখলার চর্চা হয়। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবন লাভ করা সম্ভব।
তিনি বুধবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বেলা ২ টায় সমিতির ২ নম্বর হলের ৫ম তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান এডভোকেট। সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আহমদ এডভোকেট এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট। বক্তব্য রাখেন সাবেক সভাপতি জামিলুল হক জামিল এডভোকেট, সহ সভাপতি-১ কামাল হোসেন এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক-১ মোঃ সলমান উদ্দিন এডভোকেট, লাইব্রেরী সম্পাদক রঞ্জু দেবনাথ এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আল-আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট, সহ-সম্পাদক নাদিম রহমান এডভোকেট, মোহাম্মদ তোফায়েল আহমদ এডভোকেট ও এ.এইচ.এম. ওয়াসিম এডভোকেট, কার্যনির্বাহী সদস্য মোঃ আখতার হোসেন খান এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, মোঃ আখতার বখ্স জাহাঙ্গীর এডভোকেট, আব্দুল মালিক এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, আশিক উদ্দিন আশুক এডভোকেট সহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। অনুষ্ঠানের শেষে সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন রাজন দেব বাবলু এডভোকেট। বিজ্ঞপ্তি