সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৮:৩৪:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে সাপের কামড়ে শাহিনা বেগম (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হেতিমগঞ্জের হিলালপুর নামক স্থানে তার মৃত্যু হয়। বিয়ানীবাজারে নানাবাড়িতে সে সাপের কামড়ে আক্রান্ত হয়। নিহত কিশোরীর বাড়ি গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে। সে সফিক উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুধবারীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামে নানা ইসলাম উদ্দিনের বাড়িতে শাহিনা বেগমকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে তার মৃত্যু হয়।